স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মৌখিক নির্দেশনা দিয়েছেন যে, বয়স ৪০ এর বেশি সকল ব্যক্তি ও ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির পরিবারসহ যেন কভিড-১৯ এর টিকা গ্রহণ করতে পারে। বিষয়টি নিয়ে মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশনা দিয়েছেন।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী এ নির্দেশনা দেন।
এর আগে রোববার (৭ ফেব্রুয়ারি) সারা দেশে একযোগে শুরু হয়েছে করোনার টিকা প্রদান। অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি ক্যাটাগরিতে এ টিকা দেওয়া হচ্ছে।