দেশব্যাপী দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পরপরই সকালে সস্ত্রীক কোভিড ভ্যাকসিন নিয়েছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্ত্রীসহ কোভিড টিকা নেন এনামুল হক শামীম।
গতকাল রবিবার দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে ৩১ হাজার ১৬০ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি, সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, একাধিক সচিব ও স্বাস্থ্য বিভাগের ঊধ্বর্তন কর্মকর্তারাও ছিলেন।
কর্মসূচির দ্বিতীয় দিনে করোনা টিকা নেয়ার জন্য সকালেই হাসপাতালে যান এনামুল হক ও তার স্ত্রী।
প্রথম ডোজের টিকা নেয়ার পর নিয়মমতো উপমন্ত্রী এবং তার স্ত্রীকে হাসপাতালে কিছু সময়ের জন্য পর্যবেক্ষণে রাখা হয়। তবে তারা পুরোপুরি সুস্থ আছেন ৷ কোনো ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানা গেছে।
টিকা নেয়ার পর প্রতিক্রিয়ায় উপমন্ত্রী এনামুল হক বলেন, সস্ত্রীক করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করলাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের জন্য দ্রুত টিকার ব্যবস্থা করায়।