spot_img

ভ্যাকসিন নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

করোনাভাইরাসের ভ্যাকসিন নিলেও মাস্ক ব্যবহার-সহ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১ থেকে দেড় মাসের মধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের সূচনা বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন প্রদান কার্যক্রম সবার জন্য আরো সহজ করা হবে।’

‘‘উন্নত অনেক দেশই যেখানে ভ্যাকসিন দেয়া শুরু করতে পারেনি, সেখানে বাংলাদেশ দেশব্যাপী করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু করে দিয়েছে। এখন পর্যন্ত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অনেকেই ভ্যাকসিন নিয়েছেন।’’

বৈঠকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিতে করোনা মহামারির সামনের সারির যোদ্ধাদের আগে ভ্যাকসিন নিতে বলেন।

ভ্যাকসিন কার্ড সংরক্ষণ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বিদেশ ভ্রমণসহ বিভিন্ন কাজে এই কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে।’

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ