spot_img

করোনার টিকা নিলেন সিইসি

অবশ্যই পরুন

জাতীয় পর্যায়ে করোনার টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে টিকা নিলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিএসএমএমইউর কনফারেন্স হলে টিকা নেন তিনি। এ সময় টিকা নেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

টিকা নেওয়ার পর প্রতিক্রিয়া জানাতে সিইসি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে করোনার টিকা নিতে পেরে খুবই ভালো লাগছে। টিকা নেওয়ার পর আধাঘণ্টা বিশ্রামে ছিলাম, আমার কোনো সমস্যা হয়নি।’

ভোটারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা নিজ নিজ এলাকায় টিকা নিন। টিকা করোনা থেকে সুরক্ষা দেবে।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ