বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি ছাড়িয়েছে ২৩ লাখ ২৬ হাজার। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ৭শ’য়ের বেশি।
বিশ্বে নতুন করে কোভিড নাইনটিন শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৩ হাজার মানুষের শরীরে। মোট সংক্রমণ ১০ কোটি ৬৬ লাখ ৭২ হাজারের বেশি।
গত একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোয়। প্রায় ১৫শ’ মৃত্যুর পর দেশটির মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজারের বেশি। করোনায় মৃত্যুর দিক থেকে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে রোববার প্রাণ গেছে সাড়ে ১৩শ’ মানুষের।
এদিন ৫শ’য়ের কাছাকাছি মৃত্যু হয়েছে ব্রাজিলে। ২ লাখ ৩১ হাজারের ওপর দেশটির মোট মৃত্যু। ৪ শতাধিক মৃত্যু হয়েছে রাশিয়ায়।