সশস্ত্র বাহিনীর টিকাদান উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান

অবশ্যই পরুন

রাজধানী ঢাকাসহ দেশের এক হাজারেরও বেশি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান। রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিয়েছেন উচ্চ-আদালতের বিচারপতি, মন্ত্রী-আমলা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি টিকা নিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও।

আজ রোববার সম্মিলিত সামরিক হাসপাতালে সশস্ত্র বাহিনীর টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ।

এসময় তিনি জানান, টিকা দিয়ে আমরা নিজেদের অনেক স্বস্তির জায়গায় নিয়ে যেতে পারব, নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারব। এসময় তিনি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’মানুষকে পরীক্ষামূলক টিকা দেওয়া হয়। আজ থেকে ‘গণটিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ