spot_img

ভ্যাকসিন নিলেন ঢাবি উপাচার্য

অবশ্যই পরুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে করোনা ভ্যাকসিন নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তার আগে ঢাবি উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ ও শিক্ষক নেতা এ এস এম মাকসুদ কামালও ভ্যাকসিন নিয়েছেন।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে করোনা ভ্যাসকিন নেওয়ার পর অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই সঠিক সময়ে টিকা নেওয়ার মাধ্যমে এই দুর্যোগ থেকে আমরা দ্রুতই পরিত্রাণ পেতে পারবো। আমার বিশ্বাস খুব অল্প সময়ে সবকিছু স্বাভাবিক নিয়মে ফিরে আসবে।’

এছাড়াও এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন নিয়েছেন হাইকোর্ট বিভাগের ৩ বিচারপতি এম ইনায়েতুর রহিম, মো. মোস্তাফিজুর রহমান এবং বিচারপতি কাজী জিনাত হক। এই হাসপাতালের চিকিৎসক ও কর্মীরাও টিকা নিচ্ছেন।

বিএসএমএমইউ-তে এ পর্যন্ত সাড়ে চারশত মানুষ টিকা নিয়েছেন। বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন জানান, সকাল ৯টায় টিকাদান কর্মসূচি শুরু হয়। এখন পর্যন্ত যে গতিতে টিকা প্রয়োগ চলছে, তাতে মনে হচ্ছে দিন শেষে আমরা হাজারের বেশি মানুষকে টিকা দিতে পারব।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ