সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের আমগাছ থেকে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—গৃহবধূ ফাতেমা বেগম (৪০)। তিনি উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ হাসানের স্ত্রী। যুবক করিম পাড় (৩০)। তিনি শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিণপাড়ার জয়নাল পাড়ের ছেলে।
ওসি মীর খায়রুল কবির জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। একটি আমগাছের ডালে একই রশিতে মরদেহ দুটি ঝুলছিলো। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এলাকাবাসীর ধারণা প্রেমঘটিত বিষয়ে এই আত্নহত্যার ঘটনা ঘটেছে। এবিষয়ে তদন্ত চলছে।
ওসি মীর খায়রুল কবির আরও জানান, যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গৃহবধূর মুখে ও গলায় আচড়ের দাগ রয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।