ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
ইয়েমেনের অমানবিক পরিস্থিতি মোকাবিলায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্য দিয়ে দেশটিতে ত্রাণ সহায়তা দেয়া সম্ভব হবে বলে মনে করছে বাইডেন প্রশাসন।
বৃহস্পতিবার ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানে সামরিক সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছেন জো বাইডেন। গেল ১৯শে জানুয়ারি, ট্রাম্প প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে হুথিদের কালোতালিকাভুক্ত করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
জাতিসংঘ জানায়, সৌদি জোটের হামলা ও অবরোধের কারণে ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। দেশটির ৮০ শতাংশ মানুষের এই মুহূর্তে জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন।