spot_img

সু চির অস্ট্রেলীয় অর্থনৈতিক উপদেষ্টা আটক

অবশ্যই পরুন

সেনাবাহিনীর অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চির এক অস্ট্রেলীয় উপদেষ্টাকে আজ (শনিবার) গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার ভোরে আকস্মিক এক সেনা অভ্যুত্থানে সু চিকে উৎখাত করে ক্ষমতার নিয়ন্ত্রণে নেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মিন অং হ্লাইয়ং। এরপর সু চিসহ দেশটির বেশিরভাগ আইনপ্রণেতাকে আটক করা হয়।

ম্যাকায়োর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিয়ান টার্নেল বলেন, এই মুহূর্তে আমি সম্ভবত আটক হয়েছি। আমার বিরুদ্ধে অভিযোগ তৈরি করা হবে। কী ঘটতে যাচ্ছে, তা আমার জানা নেই।

তিনি সু চির অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। তাকে একটি হোটেলের ভেতরে আটকে রাখা হয়েছে।

সিয়ান টার্নেল বলেন, সবাই খুব বিনয়ী। কিন্তু স্পষ্টত, সবার মতো আমি এখন মুক্তভাবে চলাচল করতে পারব না।

ম্যাকায়োর বিশ্ববিদ্যালয় জানায়, তারা টার্নেলের গ্রেপ্তারের বিষয়ে অবগত। মিয়ানমারে তার কাজের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সমর্থন ছিল। অস্ট্রেলীয় সরকার তাকে দ্রুত মুক্ত করে নিয়ে আসার চেষ্টা করবে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে ঘরের ভেতরে পরিচিতদের মধ্যে গোলাগুলি, অস্ত্রধারীসহ নিহত ৫

তিনটি বাড়িতে আলাদা বন্দুক হামলায় অস্ত্রধারীসহ পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাগুলো ঘটেছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ