spot_img

নতুন রূপের বিরুদ্ধে আস্ট্রাজেনেকার টিকা কার্যকর

অবশ্যই পরুন

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন রূপটির বিরুদ্ধে আস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করা টিকা কার্যকর বলে প্রমাণিত হয়েছে। করোনার প্রথম রূপটির বিরুদ্ধে যেই মাত্রায় টিকাটি কার্যকর, ঠিক সেই মাত্রায় রূপান্তরিত নতুন রূপটির বিরুদ্ধেও এটি কার্যকর।

শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।

ইংল্যান্ডের দক্ষিণে কেন্ট শহরে প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন রূপটি অনেক বেশি সংক্রামক। ভাইরাসের বিস্তার রোধে ইতোমধ্যে অনেক দেশ ব্রিটেনে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া গত মাসে ইংল্যান্ডে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। এই টিকা করোনার নতুন রূপটির বিরুদ্ধে কতটুকু কার্যকর তা নিয়ে সংশয় ছিল।

অক্সফোর্ড টিকার ট্রায়ালের প্রধান তদন্ত কর্মকর্তা অ্যান্ড্রিউ পোলার্ড বলেছেন, ‘আমাদের ট্রায়াল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে ChAdOx1 টিকাতে দেখা গেছে, এটি কেবল মহামারির আদি ভাইরাসের বিরুদ্ধেই কার্যকর নয়, বরং নতুন রূপ B.1.1.7 এর বিরুদ্ধেও কার্যকর, যেটি ২০২০ সালের শেষ দিকে যুক্তরাজ্যজুড়ে বিস্তার ঘটিয়ে চলছে।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ