ইসলামি প্রজাতন্ত্র ইরান-বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হলে আবার তেল আমদানি শুরু করবে ভারত। ভারতের রাষ্ট্র পরিচালিত হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এম কে সুরানা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
তিনি বলেন, “ভারতের তেল শোধনাগারগুলোতে ইরানের অপরিশোধিত তেল ব্যবহৃত হতো, আবার তেল নিতে পারলে আমরা খুশি হব। যখন তেল নেয়ার সুযোগ পাব আমরা আবার তেল নেব।”
বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে যে, আমেরিকার নতুন প্রশাসন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করবে তখন ভারতের পক্ষ থেকে এমন বক্তব্য এলো।
২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর ইরানের ওপর পুরনো সব নিষেধাজ্ঞা বহাল করার পাশাপাশি নতুন নিষেধাজ্ঞা আরোপ করেন। ধারণা করা হচ্ছে- জো বাইডেনের প্রশাসন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে।