নিরাপত্তা পরিষদের বৈঠকের গোপন নথি প্রকাশ হওয়ায় চটেছে চীন। মঙ্গলবারের রুদ্ধদ্বার বৈঠকে জাতিসংঘের নিন্দা প্রস্তাব ভেস্তে যায় চীনের ভেটোতেই। তবে, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থেই প্রস্তাবে ভেটো দিয়েছে বলে দাবি বেইজিংয়ের।
একইসাথে, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পেছনে নিজেদের সম্পৃক্ততার অভিযোগও প্রত্যাখ্যান করেছে দেশটি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, “নিরাপত্তা পরিষদের বৈঠকটি রুদ্ধদ্বার ছিল। বৈঠকের অভ্যন্তরীণ নথি ফাঁসে চীন বিস্মিত। মিয়ানমার আমাদের প্রতিবেশি ও বন্ধু রাষ্ট্র। তাই শান্তিপূর্ণভাবে সংকট সমাধানে দেশটির ইচ্ছা ও স্বার্থে প্রাধান্য দিয়ে একটি সম্মিলিত সিদ্ধান্তে আসতে চেয়েছিলাম আমরা। ভবিষ্যৎ জটিলতা এড়িয়ে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাও রক্ষায় এর বিকল্প নেই।”