spot_img

মেসির পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল: ডি মারিয়া

অবশ্যই পরুন

আসছে গ্রীষ্মে লিওনেল মেসি পিএসজিতে যোগ দিতে পারেন বলে গুঞ্জন। ফরাসি ক্লাবটিও বেশ তৎপর। বার্সেলোনা অধিনায়কের প্যারিসের ক্লাবে যোগ দেওয়া নিয়ে প্রায়ই কথা বলছেন ক্লাবটির কেউ না কেউ। এবার যে দলে যোগ দিলেন আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া।

মেসির পিএসজিতে যোগ দেওয়ার ব্যাপারে বেশ আশাবাদী ডি মারিয়া। তিনি বিশ্বাস করেন মেসি এটা করতে পারেন, ‘আমি আশাবাদী’।

নিমকে ৩-০ গোলে হারানোর পর পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলনে ডি মারিয়া আরো বলেন, ‘এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তবে আমাদের ধৈর্য ধরতে হবে। এ নিয়ে কাজ চলছে, দেখি কী হয়।’

পিএসজির সঙ্গে ডি মারিয়ার চুক্তি শেষ হবে ৩০ জুন। তবে এই আর্জেন্টাইন আশাবাদী ক্লাবের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে।

এরই মধ্যে খবর প্রকাশ হয়েছে নেইমারের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে পিএসজি। তবে ডি মারিয়া নেইমারের বিষয়টির সঙ্গে নিজেকে মেলাচ্ছেন না। বাস্তবতা মাথায় রেখে বলছেন, ‘নেইমার অনেক তরুণ। তাই প্রথমে তার সঙ্গে কথা বলা সহজ।’

‘আমরা অল্প অল্প করে আলোচনা করছি। গুরুত্বপূর্ণ হচ্ছে আমি প্যারিসে সুখী।’

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ