নারী তারকাদের প্রায়শই নানা রকম আপত্তিকর মন্তব্যের শিকার হতে হয়। নেটিজেনরা তাদের ছবি বা পোস্টের কমেন্টবক্সে অশালীন মন্তব্য করতেও দ্বিধা করে না। এমনটা উচিৎ নয় বলে মনে করেন কলকাতার অভিনেত্রী পায়েল সরকার। তার মতে, কোনো নারীকেই অশালীন মন্তব্য করা উচিৎ নয়।
সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন কলকাতার অভিনেত্রী সায়নী ও দেবলীনা। তাদের রাজনীতিতে আসা নিয়ে নেটিজেনরা ট্রল করছে। কেউ কেউ তো ধর্ষণের হুমকি পর্যন্ত দিয়েছে।
এ বিষয়ে একটি গণমাধ্যমের কাছে পায়েল সরকার বলেন, শুধু শিল্পী নয়, কোনও নারীকেই অশালীন মন্তব্য করার বিরুদ্ধে আমি। একদমই সাপোর্ট করি না। এটার মধ্যে রাজনৈতিক কোনো অ্যাঙ্গেল আছে কিনা তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। ব্যক্তিগতভাবে বলছি কোনো নারীকে অপমানজনক কথা বলা উচিৎ নয়। কোনও নারী যদি সেলিব্রিটি নাও হন, তার সঙ্গেও এটা হওয়া উচিৎ নয়।
এদিকে শোনা যাচ্ছে, পায়েল সরকারও নাকি রাজনীতিতে আসতে চলেছেন। তবে এই নায়িকা বললেন, এখনই এ বিষয়ে জানাতে চান না। যদি রাজনীতিতে যোগ দেন, তাহলে তা সবাই জানতে পারবে।
পায়েল সরকারকে আগের মতো নিয়মিত সিনেমায় পাওয়া যায় না এখন। এক বছর তার অভিনীত একটি সিনেমা মুক্তি পাচ্ছে। এর নাম ‘ম্যাজিক’। অবশ্য সিনেমাটিতে তার চরিত্রটি খুবই ছোট। মূলত এর নির্মাতা রাজা চন্দ তার বন্ধু। আর ছোট হলেও চরিত্রটি গুরুত্বপূর্ণ বিধায় কাজটি করেছেন পায়েল।