spot_img

মিয়ানমার বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের আলোচনা

অবশ্যই পরুন

সম্প্রতি মিয়ানমারে সেনাঅভ্যুত্থান বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, চীনের সঙ্গে সমঝোতাসহ বিশ্বব্যাপী এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় কীভাবে তারা একসাথে কাজ করবে তা নিয়েও আলোচনা হয়েছে।

বুধবারের ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, তারা কোভিড -১৯ মহামারি, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং মিয়ানমারের অভ্যুত্থানের জন্য দায়ীদের বিষয়েও কথা বলেছেন।

এদিকে, সু চির বিরুদ্ধে গতকাল বেশ কয়েকটি অভিযোগে মামলা করা হয়েছে। এসব অভিযোগে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিমান্ডে থাকবেন সু চি। সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন মুখপাত্র জানান, সু চির বিরুদ্ধে আমদানি-রফতানি আইনে অভিযোগ করা হয়েছে। সু চির বিরুদ্ধে বেআইনি যোগাযোগযন্ত্র রাখার অভিযোগও করেছে পুলিশ। যে এফআইআর পাওয়া গেছে, তাতে বলা হয়েছে, নেপিডোতে সু চির বাসভবনে অবৈধ ওয়াকিটকি পাওয়া গেছে। অভিযোগে পুলিশ বলেছে, এসব অবৈধভাবে আমদানি করেছেন সু চি।

উল্লেখ্য, গত সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে অভ্যুত্থান ঘোষণা করে মিয়ানমার সেনাবাহিনী।

সূত্র : রয়টার্স।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ