spot_img

বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন সাড়ে ১০ কোটি মানুষ

অবশ্যই পরুন

দেশে দেশে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন সাড়ে ১০ কোটি মানুষ। বুধবার বিশ্বজুড়ে টিকাগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়ে যায় ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যাকে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির ‘আওয়ার ওয়ার্ল্ডিন ডেটা’ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি (CDC) নিশ্চিত করেছে এ তথ্য। প্রাথমিকভাবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, প্রবীণ জনগোষ্ঠী, গণপরিবহণকর্মীসহ কেবল ফ্রন্টলাইনাররাই পচ্ছেন কোভিড টিকা। এ অবস্থায় বিশ্বের শতভাগ মানুষ কবে নাগাদ টিকার আওতায় আসবেন, তা এখনও অস্পষ্ট।

এদিকে, ঘন ঘন বিবর্তনের মাধ্যমে আরও নতুন নতুন রূপে করোনাভাইরাস ছড়াচ্ছে বলে নিশ্চিত করেছেন ব্রিটিশ গবেষকরা। এ অবস্থায় বিদ্যমান টিকার কার্যকারিতা কমে যাবে বলে দেখা দিয়েছে শঙ্কা।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ