উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি

অবশ্যই পরুন

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কিছু লোক।

মঙ্গলবার (২ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় কাসেসি জেলায় দুর্ঘটনাটি ঘটে। বুধবার (৩ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া একটি মানবাধিকার সংস্থা খবরটি দিয়েছে।

উগান্ডা রেড ক্রস সোসাইটির যোগাযোগ কর্মকর্তা আইরিন নাকাসিতা জানিয়েছেন, যাত্রীবাহী একটি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে থাকা যাত্রীরা মূলত শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, নির্মাণাধীন সড়কটি ছিল খুবই সংকীর্ণ। দুর্ঘটনার সময় অন্ধকার নেমে এসেছিল। দুর্ঘটনায় পড়া ট্রাক ও প্রাইভেটকারের সঙ্গে কাসেসি থেকে আরও দুটি লরি এসে যুক্ত হয়। এরপর বুন্দিবোগিয়ো থেকে আরও একটি গাড়ি যুক্ত হয়। মোট পাঁচটি গাড়ি দুর্ঘটনাস্থলে যুক্ত হয়ে পড়ে। এতে ৩২ জন নিহত এবং পাঁচজন আহত হয়।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই হাজারেরও বেশি লোক প্রাণ হারায়।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের

রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। রোববার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ