ভারতঅধিকৃত কাশ্মিরে নিয়মিত এবং ধারাবাহিক সেনা অভিযানে সেখানকার অবরুদ্ধ নাগরিকদের জীবন দুর্বিসহ হয়ে পরেছে। খুন, গুম, নির্যাতন ও প্রতিদিনের ঘেরাও-তল্লাশি অভিযানের নামে চলছে চরম রাষ্ট্রীয় সন্ত্রাস ।
সোমবার প্রকাশিত কাশ্মির মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ সাংবিধানিক অধিকার কেড়ে নেবার পর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৩০৮ জন কাশ্মিরিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী। নিহতদের মধ্যে রয়েছেন সাত নারী।
এসকল হত্যাকাণ্ডের বেশির ভাগ ঘটেছে ভুয়া এনকাউন্টারের নামে বা নিরাপত্তাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায়। সেখানে যখন খুশি ঘেরাও করে তল্লাশি চালিয়ে যুবকদের ধরে নিয়ে আসা একটা নিয়ামিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপর এদেরকে মুজাহিদিন বা তাদের প্রকাশ্য সমর্থক বলে হত্যা করে মিথ্যা বন্দুকযুদ্ধের প্রচার করা হচ্ছে। ডোবায় বা জঙ্গলে ফেলে রাখা হচ্ছে কাশ্মিরি যুবকদের লাশ। এরকম হত্যার কারণে গত দেড় বছরে ১৬ নারী বিধবা হয়েছেন, ৩৮ শিশু পিতৃহীন হয়েছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, গত দেড় বছরে, সেনা অভিযানে ১,৭০১ জন কাশ্মিরিকে গুরুতর জখম করা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ওপর পরিচালিত নির্যাতন, নিক্ষিপ্ত বুলেট, ছররা গুলি এবং টিয়ার শেলের আঘাতে এত বিপুলসংখ্যক মানুষ আহত হয়েছেন।
এছাড়াও, এ সময়ে নিরাপত্তাবাহিনীর অভিযানে, ৯৯৩ বাড়িঘর ধ্বংস করা হয়েছে, ১০৩ জন নারীর শ্লীলতা হরণ করা হয়েছে এবং ১৪৫,৪৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত জানুয়ারি মাসেও ২৮৯টি ঘেরাও-তল্লাশি অভিযান চালিয়ে, ভারতীয় বাহিনী তিন কাশ্মিরি যুবককে হত্যা করেছে। এ সময় ছররা গুলি ও টিয়ারশেলের আঘাতে ১৬ জন আহত হয়েছেন, ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে, দুটি বাড়িঘর ভেঙ্গে দেয়া হয়েছে।
এদিকে সর্বদলীয় হুররিয়াত কনফারেন্স এবং অপরাপর হুররিয়াত নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, ভারতীয় দখলদার বাহিনী কাশ্মিরিদের মুক্তির লড়াইকে দমন করতে সামরিক শক্তির ব্যবহার করে প্রতিদিন গণহত্যা চালাচ্ছে।
সম্প্রতি পুলওয়ান জেলায় নিহত তিনজন কাশ্মিরি যুবকের প্রতি গভীর সম্মান জানিয়ে সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে এমন অভিযোগ করা হয়।
প্রবীণ হুররিয়াত নেতা গোলাম মোহাম্মাদ খানসপোরি বলেন, কাশ্মিরের মানুষ অবশ্যই তাদের শহিদের লক্ষ্য বাস্তবায়ন করতে সংগ্রাম অব্যাহত রাখবে।
জম্মু এবং কাশ্মির ডেমোক্র্যাটিক ফ্রিডম পার্টি এক বিবৃতিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে তারা যেন ফ্যাসিবাদী মোদি সরকারকে কাশ্মিরে গণহত্যা বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করে।
এদিকে, কাশ্মীরের হুররিয়াত নেতা জাহাঙ্গীর গনি ভাট এবং আকিব ওয়ানি এক বিবৃতিতে কাশ্মির সঙ্কট সমাধানে জাতিসঙ্ঘ মহাসচিবের সাম্প্রতিক প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
কাশ্মিরি নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, কাশ্মির জাতিসঙ্ঘ স্বীকৃত এক দীর্ঘ মেয়াদি সঙ্কট। কিন্তু ওই বিশ্ব সংস্থাটি গত কয়েক দশকেও প্রতিশ্রুতি অনুযায়ী গণভোট অনুষ্ঠান করে কাশ্মিরের জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।