গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে শেষবার খেলেছিলেন রজার ফেদেরার। এরপর থেকেই এ টেনিস তারকা চোট আর করোনাভাইরাসের কারণে নিজেকে চেনা পরিবেশ থেকে দূরে ছিলেন। তবে আগামী মার্চেই কাতার ওপেনি দিয়ে তিনি স্বমহিমার ফিরবেন বলে জানিয়েছেন।
দীর্ঘ ১৩ মাসের ব্যবধানে জয়ের ক্ষিদে যে এতটুকু কমেনি, তাও জানাতে ভোলেননি ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা ফেদেরার। আগামী মার্চে দোহাতে এটিপি ২৫০ ইভেন্ট শুরু হচ্ছে। ওই প্রতিযোগিতায় তিনি অংশ নিচ্ছেন বলে নিজেই জানিয়েছেন রজার ফেদেরার। দীর্ঘ বিশ্রামের পর তিনি যে আরও শক্তিশালী হয়ে টেনিস কোর্টে নামতে চলেছেন, তাও বড় গলায় ঘোষণা করেছেন, ‘আবার জয়োৎসব করতে চাই। এর জন্য যদি আমাকে কঠিন দীর্ঘ রাস্তা পেরোতে হয়, তার জন্যও রাজি। কোন প্রতিযোগিতায় প্রত্যাবর্তন ঘটানো যায়, সেটা অনেক দিন ধরেই ভাবছি। ছোট প্রতিযোগিতাগুলোয় খেলতে চাই। যাতে আমার উপর চাপও বেশি না থাকে।’
ফেদেরার আরও জানিয়েছেন, ‘ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে এটিপি টুরের উপরে নজর রেখেছেন। ভেবেছিলাম টেনিসের বেশি খোঁজখবর রাখব না এই সময়টায়। নিজের রিহ্যাব আর সন্তানদের নিয়েই ব্যস্ত থাকব। কিন্তু এর মধ্যে ম্যাচ দেখেছি, ম্যাচের ফল কী হচ্ছে সেটাও নজরে রেখেছি। এটা আশ্চর্যের ব্যাপার। কারণ সাধারণত কোনও প্রতিযোগিতায় যোগ না দিলে আমি এ সবের খোঁজ রাখি না।’
কাতার ওপেন দিয়ে ফিরলেও ফেদেরারের প্রধান লক্ষ্য এ মৌসুমের উইম্বলডন ও অলিম্পিক্স।
আগামী ৮ থেকে ১৩ মার্চ হবে কাতার ওপেন। এ টুর্নামেন্টে তিনবার শিরোপা জিতেছেন ফেদেরার। শেষবার দোহায় খেলেছেন ২০১২ সালে। সেবার সেমিফাইনালে খেলার সময় ইনজুরিতে পড়ে বিদায় নেন কাতার ওপেন থেকে।