ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ইন্টার মিলানকে হারাল জুভেন্টাস। সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হার নেরাজ্জুরিদের। এই জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল তুরিনের ওল্ড লেডিরা।
স্তাদিও গুসেপে মেয়াজাতে দুই ইতালিয়ান জায়ান্টের লড়াই। ম্যাচটা বিয়াঙ্কোনেরিদের কাছে প্রতিশোধেরও। সবশেষ সেরি’আ-য় ইন্টারের কাছে ২-০ গোলে হেরেছিলো আন্দ্রে পিরলোর দল।
এবারো হারের শঙ্কা জেগেছিল। ম্যাচের মাত্র ৯ মিনিটে নেরাজ্জুরিদের বিপক্ষে স্কোর ইন্টার মিলানের। বারেলার পাস থেকে নিঁখুত নিশানাবাজী লাওতারো মার্তিনেজের।
ঘুরে দাড়াতে সময় নেয়নি আন্দ্রে পিরলোরে দল। বেস্ট নেভার রেস্ট। কয়েকটি প্রচেষ্টার পর ভাগ্য ফেরে। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান জুভেন্টাসের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
গুসেপে মেয়াজাত ভেন্যু ইন্টার মিলানের জন্য লাকি। লুকাকু-আর্তেরু ভিদালরা এগিয়ে যেতে লড়েছেন প্রাণ পণে। কিন্তু জুভেন্টাসের আছে যে এক রোনালদো। তার গতি সঙ্গে পেরে ওঠেননি কেউ। ৩৫ মিনিটে আবারো নিশানাবাজী পর্তুগীজ সুপারস্টারের। ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় য়্যুভেন্তাস।
ম্যাচের বাকি সময়টা দুই দল আক্রমণ আর পাল্টা আক্রমণ করলো। দুই দলে পরিবর্তন এলো নয়টি। কিন্তু স্কোর লাইনে কোনো পরিবর্তন এলো না। কোপা ইতালিয়ানের প্রথম লেগে জয় নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে পিরলোর দল। প্রতিশোধটাও হয় মধুর। অবশ্য দ্বিতীয় লেগে বড় ব্যবধানে জিতলে এখনো ফাইনালে যাবার পথ খোলা আছে ইন্টার মিলানের সামনে। ৯ ফেব্রুয়ারী জুভেন্টাসের মাঠে হবে দু দলের দ্বিতীয় লেগের ম্যাচ।