spot_img

রাজধানীতে মদ তৈরির কারখানায় অভিযান, আটক ৬

অবশ্যই পরুন

রাজধানীতে নকল মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে ভাটারা থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় ভেজাল মদ।

গুলশান জোনের উপপুলিশ (ডিসি) কমিশনার সুদীপ্তা চক্রবর্তী বলেন, ‘সম্প্রতি বিষাক্ত মদপানে জীবন নাশের ঘটনা ঘটেছে। এ কারণে মদ বিক্রেতাসহ অবৈধ মদের কারখানায় অভিযান চালানো হচ্ছে।’

পুলিশ জানায়, সম্প্রতি মোহাম্মদপুর ও গাজীপুরের দুটি ঘটনায় মদ পান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বেশ কয়েকজন মারা যান। অসুস্থ হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে তা তদন্তে নামে থানা পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পরে বেরিয়ে আসে তারা বিষাক্ত মদ পান করেছিলেন।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ইসরায়েলি সেনারা, ৬ সেনার আত্মহত্যা

গাজা ও লেবানন যুদ্ধের জেরে সম্প্রতি ইসরাসেলের কমপক্ষে ছয় সেনা আত্মহত্যা করেছেন। মানসিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর আরও...

এই বিভাগের অন্যান্য সংবাদ