spot_img

মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

অবশ্যই পরুন

সেনাবাহিনীর অভ্যুত্থানের পর পদত্যাগ করেছেন মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রী মিন্ত হেতে।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মিয়ানমারের যে ক’জন নেতা সামনের সারিতে ছিলেন তাদের একজন ছিলেন স্বাস্থ্যমন্ত্রী হেতে।

ফেসবুক পেজে মিন্ত হেতে সহকর্মীদের উদ্দেশে লেখেন, ‘আমি উদ্ভূত পরিস্থিতিতে এমওএইচএস (স্বাস্থ্য মন্ত্রণালয়) ত্যাগ করছি ও অন্তরের অন্ত:স্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, যারা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে মিয়ানমারের জনগণের সেবা করে গেছেন।’

ওই ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি সহকর্মীদের করোনাকালীন সংকটের সময়ে এবং টিকাদান কর্মসূচী চালিয়ে নিতে অনুরোধ জানান।

গত ২৭ জানুয়ারি থেকে স্বাস্থ্য সেবাকর্মী, ফ্রন্টলাইনার এবং সংসদ সদস্যদের দিয়ে দেশজুড়ে টিকাদান কর্মসূচী শুরু করে মিয়ানমার।
এর আগে সোমবার ভোরে রাজধানী নেপিদোতে অভিযান চালিয়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের আটক করার পর জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ