অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিল, আগামী ৪ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগ্রেসরা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। তবে তাদের মাঠের লড়াই শুরু হবে আগামী ৪ এপ্রিল। আর এদিনেই দীর্ঘ ১৩ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টিম টাইগ্রেস।
২৮ মার্চ বাংলাদেশে পা রেখে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল করোনা পরীক্ষায় বসবে। এরপর তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবে সফরকারীরা। এরমধ্যে শেষ দিন আবার তারা দেবেন দ্বিতীয় করোনা পরীক্ষা।
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল ১ থেকে ৩ এপ্রিল অনুশীলনের সুযোগ পাবেন। এরপর দিন অর্থাৎ ৪ এপ্রিল তাদের মূল লড়াই শুরু হবে।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬,৮,১১ ও ১৩ এপ্রিল। সব ম্যাচগুলোই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।