ইরানের পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আব্বাস গোলরু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন পরমাণু সমঝোতার ফেরার জন্য পূর্বশর্ত আরোপ করে ইরানের কাছ থেকে ছাড় আদায় করার চেষ্টা করছে।
তিনি রোববার তেহরানে বার্তা সংস্থা ইরানপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে পরমাণু সমঝোতার ব্যাপারে বাইডেন প্রশাসনের সর্বশেষ নীতি-অবস্থান সম্পর্কে তার প্রতিক্রিয়া জানান। গোলরু বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের যেসব কর্মকর্তা ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার আলোচনায় জড়িত ছিল তাদেরকে বাইডেন প্রশাসন গুরুত্বপূর্ণ পদগুলোতে বসাচ্ছে বলে যে খবর প্রচার করা হচ্ছে বিষয়টি তেমন নয়।
এর কারণ হিসেবে তিনি বলেন, বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন পরমাণু সমঝোতা প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা থেকে বোঝা যায়, বাইডেন প্রশাসন এ বিষয়টির সহজ সমাধান চায় না।
ইরানের পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান বলেন, ওবামা ও তার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যখন আলোচনার টেবিলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষর করলেও পেছনে তার মার্কিন ব্যাংক ও কোম্পানিগুলোকে বলে দিয়েছিল যে, তারা যেন ইরানের সঙ্গে ব্যবসা বা ব্যাংকিং লেনদেন না করে।
ইরানের ব্যাপারে বাইডেন প্রশাসনের আচরণ আশাব্যাঞ্জন নয় জানিয়ে আব্বাস গোলরু বলেন, নয়া মার্কিন প্রেসিডেন্ট যদি বিশেষ কিছু করতে চাইতেন তাহলে তিনি ক্ষমতা গ্রহণ করেই ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার নির্বাহী আদেশে সই করতেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে আরো পাঁচ দেশকে সঙ্গে নিয়ে পরমাণু সমঝোতা সই করে আমেরিকা। কিন্তু পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে সে সমঝোতা থেকে বেআইনিভাবে আমেরিকাকে বের করে নেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনি প্রচারের সময় ওই সমঝোতায় ফিরে আসার প্রতিশ্রুতি দিলেও এখন ইরানের জন্য ভিত্তিহীন পূর্বশর্ত আরোপ করার চেষ্টা করছেন।