নোবেল শান্তি পদকের জন্য যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ। এদের সবাইকে মনোনয়ন দিয়েছেন নরওয়ের আইনপ্রণেতারা।
রোববার ছিল নোবেল শান্তি পদকের জন্য নাম প্রস্তাব করার শেষ দিন। ২০১৪ সাল থেকে নরওয়ের আইনপ্রণেতারাই এই পুরস্কারের জন্য নাম প্রস্তাব করে থাকেন। মাঝে ব্যতিক্রম ছিল শুধু ২০১৯ সাল। শান্তিতে নোবেল বিজয়ী নির্বাচক দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি মনোনিতদের নাম কখনোই প্রকাশ করে না। গত ৫০ ধরে এই ঐতিহ্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।
পিস রিসার্চ ইনিস্টিটিউট অসলোর পরিচালক হেনরিক আরদাল বলেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোর ধরণ বেশ আশ্চর্যজনক।’
নরওয়ের আইনপ্রণেতাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জলবায়ু সংকটের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে সরব মুখপাত্র হওয়ার জন্য থানবার্গ, রাশিয়াকে গণতন্ত্রীকরণের শান্তিপূর্ণ প্রচেষ্টার জন্য নাভালনি এবং কোভাক্স প্রকল্পের মাধ্যমে দরিদ্র দেশগুলোর জন্য করোনার টিকার ন্যায্যতা নিশ্চিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম শান্তিতে নোবেল পদকের জন্য প্রস্তাব করা হয়েছে।