spot_img

ভ্যাকসিন সরবরাহে দেরি হওয়ায় আইনি পদক্ষেপের হুমকি জার্মানির

অবশ্যই পরুন

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নকে ভ্যাকসিন সরবরাহ করতে না পারায় ল্যাবরেটরিগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে জার্মান সরকার।

অ্যাস্ট্রাজেনকার কাছ থেকে সরবরাহে বিলম্ব নিয়ে উত্তেজনার মধ্যেই এ ঘোষণা দিল জার্মানি।

দেশটির অর্থমন্ত্রী পিটার আলতামিয়ার জার্মান দৈনিক দিয়ে ওয়েল্টকে বলেছেন, কোম্পানিগুলো তাদের বাধ্য বাধকতার প্রতি শ্রদ্ধাশীল না হলে আমাদেরকে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিতে হবে।

ব্রিটিশ সুইডিশ কোম্পানী অ্যাস্ট্রাজেনকা প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে ব্যর্থ হওয়ার কারণে সম্প্রতি ইউরোপীয় নেতৃবৃন্দ ও কোম্পানিটির মধ্যে উত্তেজনা শুরু হয়।

কোম্পানিটি বলছে, ইউরোপের একটি কারখানায় সমস্যা দেখা দেয়ায় তারা এখন ইইউকে প্রতিশ্রুতির এক চর্তুথাংশ কেবল সরবরাহ করতে পারবে।

এদিকে অ্যাস্ট্রাজেনকাই কেবল এ সমস্যায় পড়েছে তা নয়। প্রতিশ্রুতি অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে না পারায় গত সপ্তাহে ইতালি মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের হুমকি দিয়েছে।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ