আগামী বছরেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে কিলিয়ান এমবাপের। তাই এখনো পর্যন্ত চুক্তি নবায়ন না করায় তাকে সামনের দলবদলেই বিক্রি করে দিতে চাচ্ছে পিএসজি। কিছুদিন আগেই পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলেছিলেন, চুক্তি নবায়ন না করলে নেইমার-এমবাপেকে থাকতে বাধ্য করবে না ক্লাব। এ সুযোগেই ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকাকে আগামী গ্রীষ্মকালীন দলবদলের মাধ্যমে টানতে চাইছে রিয়াল মাদ্রিদ।
এমবাপের জন্য পিএসজি চাইছে ১৫০-৬০ মিলিয়ন ইউরো। এই বিশাল অঙ্ক মেলাতে পারবে কি না রিয়াল, তা নিয়ে সংশয় রয়েছে। সব ক্লাবের মতো করোনার প্রাদুর্ভাবে অর্থনৈতিকভাবে কিছুটা মন্দায় আছে রিয়ালও। কাউকে বিক্রি না করলে দলবদলের জন্য ১২৫ মিলিয়ন ইউরোর বেশি খরচ করতে পারবে না তারা।
লিওনার্দোর সঙ্গে যোগাযোগ করে রিয়াল জেনেছে, তাদের দুই জন ফুটবলার, থিবো কর্তোয়া ও ভিনিসিয়াস জুনিয়রকে দলে ভেড়াতে ইচ্ছুক পিএসজি। যদিও কর্তোয়াকে ছাড়ার কোনো চিন্তাই করছে না রিয়াল, তবে ভিনিসিয়াস এমবাপের দলবদলে অন্তর্ভুক্ত করতে পারে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।