spot_img

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধনের উদ্যোগ

অবশ্যই পরুন

সিনেটর মিট রমনি সহ রিপাবলিকান সিনেটরদের একটি পক্ষ আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৯ জনে সীমাবদ্ধ রাখতে সংবিধানে সংশোধনী প্রস্তাব আনার আহবান জানিয়েছেন।

ইউটাহ থেকে নির্বাচিত সিনেটর রমনি বলেন, সুপ্রিম কোর্টের অখন্ডতা ও স্বাধীনতা রক্ষায় আমার সহকর্মীরা এই প্রচেষ্টায় আমাদের সাথে যোগ দেবেন বলে আশা করছি। আমেরিকার সংবিধান আইনসভা কংগ্রেসকে ক্ষমতা দিয়েছে ইউএস সুপ্রিম কোর্টের বিচরপতির সংখ্যা কয়জন হবে তা নির্ধারণের।

১৮৬৯ সাল থেকেই সুপ্রিম কোর্ট ৯ জন বিচারপতির সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে। ডেমোক্রেট আইন প্রণেতাদের সুপ্রিম কোর্টের ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে ৯ জন বিচারপতির বেঞ্চকে বর্ধিতকরণে প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের ওপর চাপ রয়েছে।

ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও ম্যাচাচুচেটস থেকে নির্বাচিত সিনেটর এলিজাবেথ ওয়ারেন সহ অনেক ডেমোক্রেট আইন প্রণেতা সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়ানোর পক্ষে। বাইডেন নির্বাচনের আগে বলেছিলেন- এ ব্যাপারে তিনি সুপ্রিম কোর্ট রিফর্ম করতে একটি কমিশন গঠন করবেন।

সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর আলোচনার সূত্রপাত ২০১৬ সালে। যখন প্রেসিডেন্ট ওবামা মেরিক গারল্যান্ডকে সুপ্রিম কোর্টে মনোনয়ন দেন তখন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট তার কনফার্মেশন দিতে অস্বীকার করে বসে। এই আলোচনা আরও জোরালো হয় যখন প্রেসিডেন্ট ট্রাম্প একে একে সব রক্ষণশীল বিচারপতি সুপ্রিম কোর্টে বসাতে শুরু করেন। এতে করে সর্বোচ্চ আদালতের ভারসাম্য হেলে পড়ে।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ