টেস্ট স্কোয়াডের সদস্য না হয়েও তিনদিনের অনুশীলন ম্যাচে লেগ স্পিনার রিশাদ হোসেন ভয় পাইয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলকে। ১৮ বছর বয়সী এই ছেলে ভয়ংকর ছোবলে (৫/৭৫) দিশেহারা হয়েছে স্বাগতিক দল।চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম দিন পার করতে পারেনি সফরকারী দল।
থেমেছে ২৫৭-রানে। সে কারণে প্রথম দিনের খেলা শেষে উইন্ডিজ টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রাফেট রিশাদের বোলিংয়ের প্রশংসা করেছেন-‘লেগ স্পিনার দারুণ বল করেছে। খুব ধারাবাহিক ছিল সে। বল খুব বেশি স্পিন করেনি। তবে সে ধারাবাহিকভাবে লেন্থ,লাইন বজায় রেখে বল করেছে।’
তিনদিনের প্রস্তুতি ম্যাচে প্রথম দিন ব্যাটিংয়ে পার করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তারপরও ২৫৭ রানের স্কোর এবং নিজের ৮৫ রানের ইনিংসে সন্তুষ্ট উইন্ডিজ অধিনায়ক-‘আমাদের ইনিংস মোটামুটি ভালই হয়েছে। যেভাবে ইনিংসের মাঝে আমি কাটিয়েছি,তাতে আমি খুশি। এভাবে কঠোর পরিশ্রম করে যাব।’
বাংলাদেশের মাটিতে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলা কতোটা কঠিন, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ব্রাথওয়েট। এই কন্ডিশনে করণীয় কি, শুক্রবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে তা উপলদ্ধি করেছেন তিনি-‘অবশ্যই বিসিবি একাদশ এই কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। কন্ডিশন যে কঠিন ছিল,তা বলব না। তারা ভাল বল করেছে।সত্যি বলতে কি, অবশ্যই উইকেট শ্লো এবং লো ছিল। এ ধরনের উইকেটে লম্বা সময় ধরে বলের দিকে চোখ রাখতে হয়। এ ধরণের কন্ডিশনে সলিড ডিফেন্স আছে কিনা তা নিশ্চিত করতে হবে। আমি কিছু কিছু ক্ষেত্রে আমার পা ব্যবহার করেছি। যতোক্ষন পর্যন্ত না লো বাউন্স হয়েছে,আমি উপরে আসতে চাইনি।’
প্রথম দিনের শেষ ৮ ওভারে উইকেট হারায়নি বিসিবি একাদশ (২৫/০)। গ্যাব্রিয়েল,রোচকে ভালই সামাল দিয়েছে এদিনের পড়ন্ড বেলায় সাদমান,সাইফ। তবে দ্বিতীয় দিনে বিসিবি একাদশ ব্যাটসম্যানদের কাজটা কঠিন করে দিতে চান ব্রাথওয়েট- ‘আমরা দ্বিতীয় দিনে বোলিং ভিন্ন পরিকল্পনায় বোলিং করব। সেই চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি। আমরা আগামীকাল আমাদের পরিকল্পনায় কঠোর থাকব, তাতে ভাল একটা অবস্থা তৈরি করা যাবে।’