spot_img

‘বিএনপির এমপিদের দয়া-মায়া ছিল না’

অবশ্যই পরুন

বিএনপির সংসদ সদস্যদের জনেগণের প্রতি কোনো দয়া-মায়া ছিল না। তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যস্ত ছিলেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতররণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে বন্যার সময় আমি বরিশালের শায়েস্তাবাদে অনেক ঘোরাঘুরি করেছি। নদী ভাঙ্গন কবলিত এলাকার বাঁধগুলো রক্ষার জন্য চেষ্টা করেছি। কিন্তু বর্ষার সময় যে বাঁধগুলো করেছি সেগুলো টেকসই না হওয়ায় ভেঙে গেছে। আজও আমি তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে নিয়ে এসেছি, নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের জন্য। এখানকার সংসদ সদস্য হিসেবে এটা আমার দায়িত্ব।

তিনি বলেন, আগে যারা সংসদ সদস্য ছিলেন তারা টিআর-কাবিখার টাকাটাই পকেটে ভরেছেন। এলাকার জন্য কোনো কাজ করেননি, আপনাদের কথা চিন্তা করেননি। শায়েস্তাবাদের ব্রিজটা যেটা দিয়ে বরিশাল শহর থেকে এখানে আসি, সেটাও শেষ হয়েছে ২০০৮ সালের পরে। এর আগে ৫-৭ বছর ব্রিজটি পড়েছিল, শেষ করতে পারেনি। এর মানে হলো বিএনপির সংসদ সদস্যদের আপনাদের প্রতি কোনো দয়া-মায়া ছিল না। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য তারা ব্যস্ত ছিলেন।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ