যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তির ব্যাপারে দেয়া প্রতিশ্রুতি রাখেনি তালেবান। সহিংসতা হ্রাস ও আল-কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করা ছিল তাদের প্রতিশ্রুতির অংশ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পেন্টগন একথা জানায়। খবর এএফপি’র।
পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে এসব সমস্যা সমাধানের এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু তালেবানএখনো তাদের দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ করেনি।’
কির্বি বলেন, ‘প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন যুক্তরাষ্ট্র ও আফগান এ জঙ্গি গ্রুপের মধ্যে কাতারে ২০২০ সালের ফেব্রুয়ারিতে করা শান্তি চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।’
এ চুক্তির শর্ত অনুযায়ী, তালেবানকে মার্কিন বাহিনীর ওপর হামলা বন্ধের পাশাপাশি আফগানিস্তানে সহিংসতার মাত্রা একেবারে হ্রাস করতে হবে এবং কাবুলে সরকারের সাথে শান্তি আলোচনাকে এগিয়ে নিতে হবে।
এসব প্রতিশ্রুতি পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা তাদের সৈন্য ধারাবাহিকভাবে হ্রাস করবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী ২০২১ সালের মে মাস নাগাদ তারা দেশটি থেকে সকল সৈন্য সরিয়ে নেবে।
কির্বি বলেন, শান্তি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কোন পরিবর্তন হচ্ছে না। তবে তিনি বলেন, তালেবান তাদের প্রতিশ্রুতি পূরণ না করলে এক পর্যায়ে তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।