ভারতে অনুপ্রবেশের অভিযোগে মেওলা শুল্ক বন্দর এলাকায় আটক ১৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে শেওলা শুল্ক বন্দর দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, অবৈধপথে ভারতে গিয়ে সেখানকার বিএসএফের হাতে আটক হয় এই ১৯ বাংলাদেশি। ভারতীয় বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ করা ১৯ বাংলাদেশি নাগরিক বিজিবি’র উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়। বাংলাদেশে প্রবেশের পূর্বে শেওলা আইসিপিতে নিয়োজিত মেডিক্যাল অফিসার তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছে। কারো করোনা উপসর্গ না পাওয়ায় এবং করোনা টেস্ট-এর নেগেটিভ রেজাল্ট থাকায় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে তাদের আত্মীয়-স্বজনের নিকট হস্তান্তর করা হয়।