আগামী ৮ মার্চ থেকে স্কুল খুলে দিতে চায় যুক্তরাজ্য। বুধবার পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার একটি পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সম্ভব হবে না। ভ্যাকসিন কার্যক্রম পুরোদমে শুরু হলেই বিবেচনা করা হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে মার্চের দ্বিতীয় সমপ্তাহেই শুরু হবে শিক্ষা কার্যক্রম। তবে মানতে হবে করোনা শিষ্টাচার।
প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। পিছিয়ে পড়েছে অর্থনীতিও। ভ্যাকসিন কার্যক্রম বাড়ানোর পাশাপাশি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার কথাও জানান তিনি।