ক্যামেরুনের বাসের সঙ্গে একটি জ্বালানি তেলবাহী ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি যানেই আগুন ধরে যায়। এ ঘটনায় ৫৩ জন নিহত হয়েছে।
বুধবার দাসচাংয়ের ক্লিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির ওয়েস্ট রিজিয়নের গভর্নর ফঙ্কা অগাস্টিন এ তথ্য জানিয়েছেন।
গভর্নর জানিয়েছেন, নিহতদের সবাই আগুনে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত সম্ভব হয়নি। আহত ২৯ জন গুরুতরভাবে দগ্ধ হয়েছে।
তিনি জানান, স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে ৭০ আসনের বাসটির সঙ্গে ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ভ্যান চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
সরকার জানিয়েছে, সম্ভবত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভ্যানটির ব্রেকিং ব্যবস্থায়ও সমস্যা ছিল।
দুর্ঘটনায় এক নিহতের স্বজন হ্যানর এনজালি বলেন, ‘আমি যে কয়টি মৃতদেহ দেখেছি তাতে পরিচয় শনাক্ত করা অসম্ভব। এরা এমনভাবে দগ্ধ হয়েছে যে তাদের কারো পরিচয় শনাক্ত সম্ভব নয়।’