spot_img

ইরাকে ফের মার্কিন সেনাবহরে বোমা হামলা

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর ওপর আবারও বোমা হামলা চালানো হয়েছে। এবার দেশটির উত্তরাঞ্চলীয় সালাহাউদ্দিন প্রদেশের সামারা শহরে অবস্থানরত মার্কিন সেনাদের একটি বহরে হামলাটি চালানো হয়।

ইরাকি মিডিয়ার দাবি, মঙ্গলবার (২৬ জানুয়ারি) শহরটির কাছে শক্তিশালী বোমার সাহায্যে মার্কিন সেনাবহরে হামলা চালানো হয়। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

এর একদিন আগে জিকার প্রদেশের নাসিরিয়া শহরে মার্কিন একটি রসদবাহী বহরে বোমা হামলা হয়। তার আগে, অল্প কয়েকদিনের ব্যবধানে মার্কিন সামরিক বহরে কয়েক দফা হামলা হয়েছে।

গত বছরের ৩ জানুয়ারি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানি ও ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হত্যা করে। এরপর ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হয়।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ