spot_img

করোনার প্রথম টিকা নিলেন রুনু

অবশ্যই পরুন

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা দেশে করোনার প্রথম টিকা নিলেন। এসময় আরও চারজন টিকা গ্রহণ করেন।

বাকি চারজন হলেন এ হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ সদস্য মো. দিদারুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইসময় তিনি পাঁচজনের টিকা নেয়ার দৃশ্য ওই ভিডিও কনফারেন্সে উপভোগ করেন।

জানা গেছে, বুধবার (২৭ জানুয়ারি) টিকাদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানেই ২৫জনকে টিকা দেয়া হবে।

তাছাড়া, বাকি যারা এ অনুষ্ঠানে টিকা পাবেন, তাদের মধ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ থাকবে বলে স্বাস্থ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন।

এ অনুষ্ঠানেই চালু হবে টিকাদান ব্যবস্থাপনার ‘সুরক্ষা’ প্ল্যাটফর্মের মোবাইল অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম। যারা টিকা নিতে চান, তাদের সবাইকেই অনলাইনে নিবন্ধন করতে হবে।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ