spot_img

মাদারীপুরে রাজৈরে হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

অবশ্যই পরুন

রাজৈর উপজেলার শাহেদ বেগ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এই দণ্ড দেন।

পিপি সিদ্দিকুর রহমান সিং দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের ইউসুফ আলী মুন্সীর ছেলে সেলিম মুন্সী ও একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে পাভেল শিকদার। তবে তারা পলাতক রয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, শাহেদ বেগ লিবিয়া যাওয়ার জন্য টাকা সংগ্রহ করে ২০১২ সালের ২৯ নভেম্বর রাতে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরে রাজৈর উপজেলার বাটিয়ারকান্দা গ্রামের খালের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ