spot_img

টেস্টে ৫ম বাংলাদেশি আম্পায়ারের অভিষেক

অবশ্যই পরুন

পঞ্চম বাংলাদেশি আম্পায়ার হিসেবে টেস্ট ক্রিকেটে শরফুদ্দৌলা ইবনে সৈকতের অভিষেক হতে চলেছে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে সৈকত।

আসন্ন সিরিজে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ। করোনাকালে প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে চলেছেন তিনি।

করোনাভাইরাসের কারণে স্বাগতিক দেশের আম্পায়ার দিয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের ক্ষেত্রে অনুমতি নিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এসে বাঁধে বিপত্তি। মানদণ্ডের বিচারে পিছিয়ে থাকায় আইসিসির এলিট প্যানেলে বাংলাদেশের কোনো আম্পায়ার নেই। তাই টেস্ট সিরিজের জন্য বাংলাদেশে বিদেশি আম্পায়ার পাঠায় আইসিসি।

গত ২৪ জানুয়ারি বাংলাদেশে পা রেখেছেন ইলিংওয়ার্থ। কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে আম্পায়ারিং করবেন তিনি। তার সঙ্গে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সৈকত। এরপর ১১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও এই দুজন অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

দুই ম্যাচেই টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের গাজী সোহেল। ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল। সৈকতের আগে বাংলাদেশ ৪ জন আম্পায়ারের টেস্ট ম্যাচে আম্পায়ারিং করার সৌভাগ্য হয়েছিল। তারা হলেন যথাক্রমে- এএফএম আখতারউদ্দিন, মাহবুবুর রহমান, শওকতুর রহমান ও এনামুল হক মনি।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ