spot_img

দেশের ৬৪ জেলাতেই হবে আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার

অবশ্যই পরুন

দেশের ৬৪ জেলার প্রতিটিতে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১৯ জেলায় আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ শুরু হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি) সংসদে সাংসদ গাজী মোহাম্মদ শাহন ওয়াজের প্রশ্নের জবাবে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ তথ্য জানিয়েছেন

এছাড়া বিএনপির সাংসদ জাহিদুর রহমানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সারাদেশে ১ হাজার ব্যাচে ৩৪ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সাংসদ লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে দেশের সব বিভাগ ও জেলায় হাই-টেক পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ