ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। সিরিজের তিন ম্যাচেই জয়লাভ করেছে টাইগাররা। এতে পয়েন্ট টেবিলের ১৩ দলের মাঝে দুইয়ে উঠে গেছে তামিম ইকবালের দল। বাংলাদেশের সামনে এখন শুধু অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ সুপার লিগে নিজেদের প্রথম সিরিজেই শুভসূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় নিয়ে সুপার লিগের পয়েন্ট টেবিলে এক লাফে চতুর্থ স্থানে উঠে আসে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয়ের পরে পাকিস্তানকে সরিয়ে তিনে ওঠে বাংলাদেশ। ইংল্যান্ডকে টপকে দ্বিতীয় স্থানে ওঠার লড়াইয়ে তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। বেশ ভালোভাবেই সেই লক্ষ্য পূরণ করতে পেরেছে তামিম ইকবালের দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ ১২০ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচে ৩ জয়ে টাইগারদের পয়েন্ট ৩০। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪০। ইংল্যান্ডের পয়েন্ট ৩০ হলেও রান রেটে বাংলাদেশের পেছনে তারা।
২০ পয়েন্ট নিয়ে তালিকার চার ও পাঁচে যথাক্রমে পাকিস্তান ও আফগানিস্তান। সমান ১০ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থান যথাক্রমে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ভারত। তালিকার নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ এখনো নিজেদের নামের পাশে কোনো পয়েন্ট যোগ করতে পারেনি।
১৩ দলের পয়েন্ট টেবিলের শীর্ষ ৭ দল সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলবে। সরাসরি বিশ্বকাপে খেলতে চাইলে তাই ভালো করার বিকল্প নেই কোনো দলের সামনেই।