প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আফ্রিকায় আরও তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকায় একজন ও বাকিরা মোজাম্বিকে।
দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে করোনা আক্রান্ত হয়ে জামাল উদ্দিন নামে একজন বাংলাদেশি নাগরিক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২২ জানুয়ারি) জোহানসবার্গের একটি হাসপাতালে জামাল উদ্দিনের মৃত্যু হয়। ওইদিনই জোহানসবার্গের লেনাসিয়ায় বাংলাদেশি কমিউনিটির উপস্থিতিতে জানাজা শেষে দাফন করা হয়েছে। জামাল উদ্দিনের বাড়ি ঢাকার বিক্রমপুরে।
এছাড়া মোজাম্বিকে বাংলাদেশি আলেম মাওলানা মুহাম্মদ আবুল কাসেম করোনায় মারা গেছেন। শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি মারা যান। মাওলানা মুহাম্মদ আবুল কাসেমের বাড়ি ফেনী জেলায়।
এ দিকে করোনার উপসর্গ নিয়ে মোজাম্বিকের মানিকা প্রভিন্সিয়াল সিমুইতে আব্দুল মালেক মানিক নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
রবিবার (২৪ জানুয়ারি) সকালে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মালেকের মৃত্যু হয়। তার দেশের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের হাজি পাড়ায় বলে জানা গেছে।