গত নভেম্বরের ২৫ তারিখে অসুস্থতাজনিত কারণে ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু মৃত্যুর কারণ কি আসলেই তাই? এতদিন পর এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। মারা যাওয়ার তিন মাস আগে আর্জেন্টাইন কিংবদন্তির ব্যক্তিগত চিকিৎসক লুক ম্যারাডোনার সই নকল করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। চলছে তদন্ত।
অনিয়ন্ত্রিত জীবনযাপনে অসুস্থ হয়ে যাওয়ার পরও কেউ সুযোগ নেওয়া বন্ধ করেনি। এমনকি ম্যারাডোনা মারা যাওয়ার পর তাঁর দীর্ঘদিনের চিকিৎসক লিওপোলদো লুকের বিপক্ষেও উঠছে অবহেলার অভিযোগ।
আর এই ধারাবাহিকতায় উঠে এসেছে নতুন খবর—ম্যারাডোনার চিকিৎসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কাগজে তার সই নকল করেছিলেন লুক। একটি ব্যক্তিগত মালিকানাধীন স্বাস্থ্যালয়ে ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তির চিকিৎসার অতীত নথি পেতে এই কাজ করেছিলেন এই নিউরো সার্জন। তদন্তে এমন তথ্য পেয়েছেন আর্জেন্টিনার আদালত।