spot_img

সাভারে জোড়া খুন

অবশ্যই পরুন

সাভারের পৃথক জায়গায় ২ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে সাভারের বিরুলিয়ার শ্যামপুরের গোলাপগ্রাম ও আড়াপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত দুজনের নাম ফজলুল হক (৬০) ও পারভেজ হোসেন (২৩)। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ বলেছে, শনিবার বিকালে ফজলুল হক মতিঝিলে যাওয়ার জন্য মানিকগঞ্জের নিজ বাড়ি থেকে বের হন। তখন দুর্বৃত্তরা তাকে হাত বেঁধে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। লাশ ফেলে যায় বিরুলিয়ার শ্যামপুরের গোলামগ্রামে একটি নির্জন জায়গায়।

পরে স্থানীয়রা তার লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে, পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে, বিষয়টি জানাতে পারেনি পুলিশ।

অন্যদিকে সাভারের আড়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে পারভেজ হোসেন নামের (২৩) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে দুপুরে পুলিশ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে। লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাইফুল ইসলাম বলেন, কী কারণে তাদের দুজনকে হত্যা করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় ২টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।গত ২ দিন আগেও সাভারের আশুলিয়ায় ২ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ