spot_img

মুন্সিগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অবশ্যই পরুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর কলেজ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পরে ঘাতক কাভার্ড ভ্যানের চালক আল আমিনসহ কাভার্ড ভ্যানটি আটক করেছে গজারিয়া হাইওয়ে পুলিশ।

দুর্ঘটনায় নিহতরা হলেন- ঢাকা হাজারীবাগ এলাকার প্রয়াত হাজী তারেক উল্লাহ ছেলে নাহিদ উল্লাহ (২৬) ও আব্দুর রহিমের ছেলে মহিউদ্দিন পলাশ (২৭)। নিহত নাহিদ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিন রবিবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১২ টার দিকে জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা থেকে নিহত দুইজনসহ তারা ছয় বন্ধু পৃথক মোটরসাইকেলে করে রাঙ্গামাটির দিকে যাচ্ছিল। ভবেরচর কলেজ রোড এলাকায় পৌঁছালে পেছন থেকে ওই কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। ঘাতক কাভার্ড ভ্যানটির চালক আল-আমিনকে আটক করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিহত নাহিদ উল্লাহর বড় ভাই সালাউদ্দিন খোকা বলেন, বন্ধুদের নিয়ে রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্যে গত রাত দশটার দিকে বাসা থেকে বের হয়েছিল সে। তিনটি মোটরসাইকেলে করে ৬ জন মিলে রাঙ্গামাটি যাচ্ছিল তারা। পথিমধ্যে ভবেরচর এলাকায় দুর্ঘটনায় তার বন্ধু পলাশসহ তার মৃত্যু হয়েছে। পরে পুলিশের কাছ থেকে রাত তিনটার দিকে তারা খবরটি পান।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ