spot_img

দায়িত্ব গ্রহণের পর ৩ বিশ্বনেতাকে ফোন করলেন জো বাইডেন

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর গত দুই দিনে ৩ বিশ্বনেতাকে ফোন করেছেন জো বাইডেন। শুক্র-শনিবারের মধ্যে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাজ্যের শীর্ষ নেতার সঙ্গে ফোনে কথা বললেন তিনি।

সূত্র জানায়, বাইডেন শুক্রবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় ফোন করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। এরপর মেক্সিকোয়। আর শনিবার (২৩ জানুয়ারী) কথা বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে। -বিবিসি, এনবিসি নিউজ

ব্রিটেনের প্রধানমন্ত্রীর অফিস থেকে বিবৃতিতে বলা হয়েছে, বাইডেনের কিছু পদক্ষেপের প্রশংসা করেছেন বরিস জনসন। ট্রুডোর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দুই নেতা সামনের মাসে বৈঠক করবেন।

এ সময় করোনা প্রতিরোধ বিষয়ক আলোচনা গুরুত্ব পাবে। এর আগে, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে গত বুধবার স্থানীয় সময় দুপুরে শপথ গ্রহণ করার পর বাইডেন দিনভর নানা আনুষ্ঠানিকতায় কাটান।

সর্বশেষ সংবাদ

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টারের সূচি ঘোষণা, কে কার প্রতিপক্ষ

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। সেই শেষের দিন দুয়েকের মাঝেই প্রকাশ্যে এলো কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ