spot_img

ইন্টারনেট মিম থেকে দাতব্য কাজের জন্য অর্থ সংগ্রহে বার্নি স্যান্ডার্স

অবশ্যই পরুন

২০ জানুয়ারি হোয়াইট হাউসে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অন্যদের মত সিনেটর বার্নি স্যান্ডার্সও উপস্থিত ছিলেন। মাস্ক মুখে ভাবগাম্ভীর্যের সাথে বসে ছিলেন ভারমন্টের এই সিনেটর। তার সেই বসে থাকার দৃশ্যই ইন্টারনেটে মিম হয়ে ছড়িয়ে গেল!

তবে স্যান্ডার্স দমে যাবার নন! সেই মিমকেই পালটা তিনি দাতব্যের কাজে লাগালেন।

বুধবারের অভিষেক অনুষ্ঠানে বার্নিকে চেয়ারে বসে থাকতে দেখা যায়। বার্টনের পার্কা জ্যাকেট, হাতে বোনা উলের হাতমোজা এবং নীল রঙের সার্জিক্যাল মাস্ক পরিহিত অবস্থায় বার্নি ধরা পড়েন ফটোগ্রাফারের ক্যামেরায়।

এই অতি সাধারণ দৃশ্যই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। নিউইয়র্কের সুরম্য এলাকাগুলো থেকে শুরু করে জনপ্রিয় সিনেমার বিভিন্ন দৃশ্যেও তার এই ছবিটির কাট আউট জুড়ে দেয়া হয়।

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির এক শিক্ষার্থী তো এক ওয়েবসাইটই খুলে বসে যেন পৃথিবীর যেকোন প্রান্তে স্যান্ডার্সের এই ছবিটি জুড়ে দেয়া যায়!

এরপরেই একটি সোয়েট শার্টে এই ছবিটি বসিয়ে তা স্যান্ডার্সের ওয়েবসাইট থেকে ৪৫ ডলারের বিনিময়ে বিক্রির জন্য রাখা হয়।

প্রথম দফায় সবগুলো সোয়েট শার্ট বিক্রয়ের পরপরই  শুক্রবারে এগুলো আবার রিস্টক করা হয়; এবারে একেবারে সাইজ স্মল থেকে ডাবল এক্স এল পর্যন্ত শার্ট নিয়ে আসা হয়।

স্যান্ডার্সের একজন মুখপাত্রের কাছে স্টকে থাকা সোয়েট শার্টের পরিমাণ জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।

ওয়েবসাইটটি আরও জানায় যে, উত্তরোত্তর চাহিদা বৃদ্ধির কারণে এই সোয়েট শার্টেগুলো পৌঁছাতে তিন থেকে ছয় সপ্তাহের মত লেগে যাবে।

পণ্যের বিবরণিতে বলা আছে, লাভের শতভাগই ‘মিলস অন হুইলস ভারমন্ট’ সংস্থাটির দাতব্য কাজে ব্যয় করা হবে।

এনবিসি চ্যানেলের এক শো’তে এসে অভিষেক অনুষ্ঠানের এই পোশাক নিয়ে স্যান্ডার্স  বলেন, “আমি সেখানে নিছক বসে ছিলাম, আর কী হচ্ছে তার প্রতি মনোযোগ দেবার চেষ্টা করছিলাম।”

সূত্র: ইনসাইডার  

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ