spot_img

করোনা জয়ের অভিজ্ঞতা জানালেন সানিয়া

অবশ্যই পরুন

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা চলতি মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই সুস্থতার খবর জানালেন এই টেনিস সুন্দরী।

ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে আবেগময় পোস্ট দিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

সানিয়া লিখেছেন, ‘একটি সমস্যা যা গত এক বছর ধরে চলছে। আমিও কোভিড -১৯ এর কবলে পড়েছিলাম। ওপরওয়ালার দয়াতে এখন আমি সুস্থ এবং একদম ঠিক আছি। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি…।’

৩৪ বছর বয়সী সানিয়া জানিয়েছেন, তিনি গুরুতর কোনো লক্ষণ অনুভব করেননি। তবে এই সময় ছেলের কাছ থেকে দূরে থাকা তার পক্ষে কঠিন ছিল।

সানিয়া লিখেন, ‘আমি ভাগ্যবান যে এই সময়ে আমার কোনো গুরুতর লক্ষণ ছিল না। আমি কোয়ারেন্টাইনে ছিলাম। কিন্তু দুই বছরের বাচ্চা ও পরিবারের থেকে দূরে থাকাই ছিল সবচেয়ে কঠিন বিষয়।’

টেনিস সুন্দরী জানিয়েছেন, সমস্ত ধরনের সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি সকলকে মাস্ক পরতে ও ঘন ঘন হাত ধোয়ার কথা জানান।

লিখেছেন, ‘এই ভাইরাস কোনো মজার জিনিস না। আমি যথাসম্ভব সতর্কতা অবলম্বন করছিলাম। তবুও এর কবলে পড়ে গিয়েছিলাম। আমাদের সকলকে, আমাদের বন্ধু এবং পরিবারকে রক্ষার জন্য কিছু করা উচিত। একটি মাস্ক পরুন, আপনার হাত ধুয়ে ফেলুন এবং নিজেকে এবং আপনার কাছের লোকদের রক্ষা করুন। আমরা এই লড়াইয়ে এক জোট রয়েছি।’

 

 

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ