spot_img

ভ্যাকসিন উৎপাদনকারী সেরাম ইন্সটিটিউটে আগুন

অবশ্যই পরুন

ভারতের করোনার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনিস্টিটিউটের ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভি অনলাইন জানিয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা আস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সিরাম ইনস্টিটিউট।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুণের মঞ্জরি এলাকায় সিরামের টিকা তৈরির এই কারখানা অবস্থিত। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আগুন নেভাতে অগ্নিনির্বাপণ বাহিনীর অন্তত ১০টি ইউনিট কাজ করছে।

প্রচুর পরিমাণে করোনার টিকা মজুত থাকার কথা সিরামে। তবে সূত্র জানিয়েছে, যেখানে টিকা মজুদ রয়েছে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সর্বশেষ সংবাদ

মুজিববর্ষের নামে ভাস্কর্য-ম্যুরালে হাজার হাজার কোটি টাকা নষ্ট: শফিকুল আলম

মুজিববর্ষের নামে কত টাকা অপচয় করা হয়েছে তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ