spot_img

কোভিড-১৯ ভ্যাকসিন রপ্তানি শুরু করেছে ভারত

অবশ্যই পরুন

বুধবার ভূটানে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম চালান পাঠানোর মাধ্যমে ভ্যাকসিন রপ্তানি শুরু করেছে ভারত।

অনেক নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশই কোভিড-১৯ টিকাদান কর্মসূচী শুরু করার জন্য  বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদক দেশটির ওপর নির্ভর করে আছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক টুইটার বার্তায় বলেন, “প্রথম চালান যাচ্ছে ভূটানে। প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ সহযোগী দেশগুল;ওতে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ শুরু করেছে ভারত।”

পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার জানিয়েছে মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, মায়ানমার ও সেচিলিসে ভ্যাকসিন সরবরাহ করা হবে। এছাড়াও ভ্যাকসিন গ্রহণের জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে অনুমোদনের অপেক্ষায় আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মরিশাস।

এ মাসেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। দুটি ভ্যাকসিনই স্থানীভাবে তৈরি হবে।
সামনের মাসগুলোতে ভারতে অন্তত আরও দুটি ভ্যাকসিন অনুমোদন পেতে পারে।

প্রাথমিকভাবে ভারত শুধু সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনই রপ্তানি করবে।

ভারত থেকে উপহারস্বরূপ ভ্যাকসিনের ২০ লাখ বাংলাদেশে পৌঁছাবে আগামীকাল। এছাড়াও ভ্যাকসিনের মোট ৩ কোটি ডোজের অর্ডার দিয়েছে বাংলাদেশ।

করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দেশ ভারতে এপর্যন্ত ৬ লাখ ৩১ হাজার ৪১৭ জন সামনের সারির কর্মীকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ